আইন অমান্য কর্মসূচির নামে বারাকপুরে বিজেপির ‘গুন্ডামি’! আক্রান্ত পুলিশ

0
4

বারাকপুরে সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) নেতৃত্বে বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার চিড়িয়ামোড় এলাকা (Chiriamore Area)। মিছিলের পুরোভাগে ছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। গেরুয়া সমর্থকরা যে গণ্ডগোল পাকানোর চেষ্টা করতে পারেন তা আগেই আঁচ করেছিল পুলিশ। সেইমতো ব্যারিকেড করে চিড়িয়ামোড়ের কাছে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু একের পর এক ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন বিজেপির (BJP)কর্মী সমর্থকেরা বলেই পুলিশের অভিযোগ। প্রাথমিক ভাবে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা হলেও ক্রমাগতই পুলিশের উপর আক্রমণ করতে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টির জেরে রীতিমতো রণক্ষেত্র বারাকপুর (Barackpore)।

আজ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল শুরু আগেই ব্যারাকপুরের লালকুঠিতে বাঁশের মাঝখানে বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপরই মিছিল ঘিরে শুরু হয় তুলকালাম কাণ্ড। পুলিশের সঙ্গে অসহযোগিতার অভিযোগ সুকান্ত মজুমদার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। রাস্তার মাঝেই বসে পরে বিক্ষোভ শুরু হয়। মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাসের শেল ব্যবহার করতে বাধ্য হয় পুলিশ। সবমিলিয়ে শনিবারের দুপুরে অশান্ত শিল্পশহর বারাকপুর।