গুরুতর অসুস্থ হয়ে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হল সঙ্গীতশিল্পী তথা প্রাক্তন সাংসদ কবীর সুমনকে। শ্বাসকষ্ট ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালের সিসিইউ-তে বর্তমানে চিকিৎসাধীন সঙ্গীতশিল্পী। গঠন করা হয়েছে চার সদস্যের মেডিক্যাল বোর্ড। যে পরিস্থিতিতে তিনি হাসপাতালে এসেছিলেন তার থেকে অবস্থার নতুন করে অবনতি হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর।
সম্প্রতি কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন গানওয়ালা। সোমবার দুপুরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ, ফুসফুস বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ও সিসিইউ বিশেষজ্ঞ ডাক্তারদের একটি বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে। এর আগেও এধরনের শ্বাসকষ্টে অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি হয়েছিলেন শিল্পী।