রাজ্যে ৪ ইকোনমিক করিডর: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মাধ্যমিকে পাহাড়ের জন্য বিশেষ ব্যবস্থা

0
1

উত্তরবঙ্গে বেড়েছে পর্যটন। শিল্পোন্নয়নে এবার ৪টি  ইকোনমিক করিডর হবে। সোমবার, প্রশাসনিক সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি জানান, ডানকুনি-কল্যাণী, ডানকুনি-হলদিয়া, ডানকুনি-রঘুনাথপুর, ডালখোলা-কোচবিহার ইকোনমিক করিডর হবে। পুরো রাস্তা জুড়ে শিল্প হবে। মুখ্যমন্ত্রী বলেন, আরও হোমস্টে বানান, হোটেল বানান। মাধ্যমিকে পাহাড়ের পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থার কথাও ঘোষণা করেন মমতা।

এদিন, সভা থেকে বাম-বিজেপিকে এক তিরে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আগে কেউ আসত না, তাকিয়েও দেখত না। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, স্কুল, কলেজ থেকে রাস্তা, পর্যটন, চাবাগান- সবেরই উন্নয়ন করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ডানকুনি-কল্যাণী, ডানকুনি-হলদিয়া, ডানকুনি-রঘুনাথপুর, ডালখোলা-কোচবিহার ইকোনমিক করিডর জুড়ে শিল্প হবে। হোটেল, হোমস্টে বিভিন্ন ভাবে রোজগারের ব্যবস্থা করতে পারবেন স্থানীয়রা। মুখ্যমন্ত্রীর কথায়, বেকার যুবক-যুবতীরা নিজেরাই নিজেদের অর্থ উপার্জনের ব্যবস্থা করতে পারবেন।

এবার মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরীক্ষার শুরু সময় এগিয়ে এসেছে। এদিকে পাহাড়ে প্রবল ঠান্ডা। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার সময় পাহাড়ের স্কুলে রুম হিটার দেওয়া হবে। এর জন্য ১০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।