কিশোরের অস্বাভাবিক মৃ.ত্যুর জের! রবিবার ফের অ.শান্ত মেটিয়াব্রুজ

0
1

কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল মেটিয়াব্রুজ (Metiabruz)। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই রণক্ষত্রের চেহারা নেয় মেটিয়াব্রুজ থানা এলাকা। জনরোষের মুখে পড়ে দুই পুলিশ কর্মী আহত হন বলে খবর। পাশাপাশি এদিন উত্তেজিত জনতা পুলিশের (Police) গাড়িতেও আগুন লাগিয়ে দেয়। তবে পরিবারের অভিযোগ, ওই কিশোরকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ময়নাতদন্তের পর শনিবার রাতে বছর সতেরোর কিশোরের দেহ এলকায় ফিরতেই অভিযুক্তদের গ্রেফতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ সেই অবরোধ তুলতে গেলে অশান্ত হয়ে ওঠে পরিস্থতি। পুলিশের সঙ্গে বচসা ও হাতাহাতির পরিস্তিতি তৈরি হয় স্থানীয়দের। ইতিমধ্যে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, ঘটনায় শেখ শাকিল আহমেদ ওরফে রকি, শেখ সাবির আহমেদ ওরফে রনি, শেখ সোহেল আহমেদ ওরফে রোহনকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে নতুন করে যাতে এলাকায় অশান্তি ছড়িয়ে না পড়ে, তার জন্য মোতায়ন করা হয়েছে র‍্যাফ। মৃতের পরিবারের দাবি, পাওনা টাকার জন্য ওই কিশোরকে ডেকে নিয়ে গিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।