ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হার ভারতের, পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংরেজরা

0
2

হার দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের অভিযান শুরু করল ভারতীয় দল। এদিন প্রথম টেস্ট ম্যাচে ইংরেজদের কাছে ২৮ রানে হারল রোহিত শর্মার দল। এই হারের ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ পিছিয়ে গেল টিম ইন্ডিয়া।

প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের জন্য দরকার ছিলা ২৩১। সেই রান তারা করেত পারলো না টিম ইন্ডিয়া। স্পিনের গোলকধাঁধায় দিশেহারা হয়ে গেলেন ভারতীয় ব্যাটাররা। টসে জিতে ব্যাট করে ২৪৬ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ৪৩৬ রান তুলে ১৯০ রানের লিড এনে দেন রবীন্দ্র জাদেজা-কে এল রাহুলরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে একেবারে ক্রিজ কামড়ে পড়ে থাকেন ইংরেজ ব্যাটাররা। আগ্রাসী বাজবলের একেবারে বিপরীত স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে টেস্ট জয়ের রণনীতি নেয় স্টোকস বাহিনী। একাই ১৯৬ রান করেন অলি পোপ। তাঁর দুরন্ত ইনিংসে ভর করে ৪২০তে গিয়ে থামে ইংল্যান্ড। জয়ের জন্য মাত্র ২৩১ রান দরকার ছিল ভারতের। এই লক্ষ্য দেকে ক্রিকেটপ্রেমীদের অনেকেই ভেবেছিলেন, ভারতের জয় স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু কোথায় কি। টম হার্টলি, জো রুট আর জ্যাক লিচের স্পিনের জাদুর কাছে আত্মসমর্পণ করলেন শুভমান গিলরা। একের পর এক উইকেট হারাতে থাকেন ভারতীয় ব্যাটাররা। ৩৯ রান করেন রোহিত শর্মা। ১৫ রান করেন যশস্বী জসওয়াল। শূন্য রান করেন শুভমন গিল। ২২ রান করেন কে এল রাহুল। ১৩ রান শ্রেয়স আইয়র। ২ রান করেন রবীন্দ্র জাদেজা। ইংরেজদের হয়ে একাই ৭ উইকেট নেন টম হার্টলি। একটি করে উইকেট পান রুট এবং জ্যাক লিচ।

আরও পড়ুন- মহিলা ক্রিকেটে মা.রামারি, সা.সপেন্ড করা হলো তিন ক্রিকেটারকে