নিজের পরিবারের (Family) থেকে স্বামীকে (Husband) দূরে সরাতে একেবারে হাই কোর্টের (High Court) দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা (Women)। বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলাও দায়ের করেন। কিন্তু উল্টে মহিলাকেই চরম ভর্ৎসনা করল হাই কোর্ট।
ভারতীয় সংস্কৃতি মেনে স্বামীর মা-বাবা ও তাঁর পরিবারের বয়স্কদের যে সেবা করতেই হবে স্ত্রীকে, এই কারণ দেখিয়ে বিবাহবিচ্ছেদ (Divorce) কোনওভাবেই চাইতে পারেন না স্ত্রী।
সম্প্রতি এমনই নির্দেশ দিল ঝাড়খণ্ড হাইকোর্ট।
স্বামীর পরিবারের লোকেদের সেবা করতে করতে ক্লান্ত! এমন অভিযোগ জানিয়েই আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন ঝাড়খণ্ডের ওই মহিলা। সেই মামলায় ২৫ পাতার রায়ে বিচারপতি সুভাষ চাঁদ উল্লেখ ভারতীয় সংস্কৃতির কথা উল্লেখ করেন। তিনি লিখেছেন, স্বামীর দায়িত্বের সঙ্গে স্ত্রীর দায়িত্বের কোনও ফারাক নেই। স্বামীর মা-বাবাকে সেবা করা যেমন স্বামীর পাশাপাশি একজন স্ত্রীরও দায়িত্ব। সেই দায়িত্ব ভারতীয় সংস্কৃতি অনুসারে অস্বীকার করতে পারেন না তিনি। তবে এদিন বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে আদালত রায়ে সাফ জানিয়েছে, ওই মহিলাকে সংসার করতেই হবে। এরকমভাবে বিবাহ বিচ্ছেদ চাওয়া যায় না। আদালত জানতে চায় এমন বিয়ের মানে কি? এমনকী মহিলা যে অন্তর্বর্তীকালীন খোরপোশ পাচ্ছিলেন তাও বন্ধ করে দিয়েছে আদালত। তবে সন্তানের দায়িত্ব স্বামীকেই নিতে হবে নির্দেশে স্পষ্ট জানিয়েছে আদালত।