টাটার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতেই চপার বানাবে এয়ারবাস

0
1

এয়ারবাস এবং টাটা গোষ্ঠী যৌথভাবে ভারতের মাটিতেই তৈরি করবে হেলিকপ্টার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরকালে এমনটাই জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ভারতের মাটিতে এই চপার তৈরির উদ্যোগ বিপুল কর্মসংস্থান তৈরি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

শুক্রবার বিদেশ সচিব বিনয়মোহন কোয়াত্রা জানান, ভারত ও ফ্রান্স দুইদেশ যৌথভাবে প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চুক্তি সাক্ষর করেছে। প্রতিরক্ষার পাশাপাশি মহাকাশ গবেষণা, চিকিৎসা গবেষণা নিয়েও চুক্তি সাক্ষর হয়েছে। বিদেশ সচিব জানান, “এইচ১২৫ হেলিকপ্টার তৈরি হবে ভারতে। যা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হবে। ফ্রান্সের বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস ও টাটা গোষ্ঠী যৌথ উদ্যোগে উৎপাদন শুরু করবে। দেশীয় যন্ত্রাংশের সাহায্যেই তৈরি হবে চপার।”

উল্লেখ্য, ইতিমধ্যে দুই সংস্থার মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টাটাগোষ্ঠী ইতিমধ্যে জানিয়েছে, বাণিজ্যিক বিমান এ৩৫০ এবং এ৩২০ তৈরি করবে। পাশাপাশি এগুলি বানানোর উপকরণ সরবরাহ করবে। এমনকী, বায়ুসেনার সি২৯৫ এয়ার ক্রাফটের বিভিন্ন যন্ত্রাংশ একত্রিত করে। এর পাশাপাশি নতুন চুক্তি চূড়ান্ত হওয়ায় ফ্রান্স-ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রুশ নির্ভরতা কাটিয়ে ক্রমশ প্রাশ্চাত্যের ফ্রান্স-সহ একাধিক দেশের উপর আস্থা রাখছে নয়াদিল্লি। ইতিমধ্যে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনা হয়েছে। নয়া এই চুক্তির ফলে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্ক আরও মজবুত হবে।