নজির গড়লেন রোহন বোপান্না, অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন বোপান্না-ম্যাথু এবডেন জুটি

0
2

নজির গড়লেন রোহন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না-ম্যাথু এবডেন জুটি। এই জয়ের ফলে বয়স্কতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন রোহন বোপান্না। ফাইনালে বোপান্না-এবডেন হারালেন ইতালিয়ান জুটি সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে। ম্যাচের ফলাফল ৭-৬ (৭-০), ৭-৫। এই জয়ের ফলে প্রথম গ্র্যান্ড স্ল্যাম পুরুষ ডাবলস জিতে নিলেন ভারতের রোহন বোপান্না।এর আগে মিক্সড ডাবলসে একটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর।

বয়স শুধুমাত্র যে একটা সংখ্যা তা প্রমাণ করলেন রোহন বোপান্না। তাইতো ৪৩ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বোপান্না। রড লেভার এরিনায় সতীর্থ ম্যাথু এবডেনকে নিয়ে শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ডাবলস ট্রফি জিতলেন বোপান্না। এদিন বোপান্নার ম্যাচ শেষ হতেই মেলবোর্নের গ্যালারি থেকে চিৎকার উঠল, ‘ভারত মাতা কি জয়’।ধারাভাষ্য দিতে বসা তিন টেনিস তারকা সানিয়া মির্জা, সোমদেব দেববর্মন এবং পূরব রাজাও কুর্নিশ জানান বোপান্নাকে।

এর আগে ২০১০ এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন ভারতের টেনিস তারকা। কিন্তু খেতাব ঘরে আনতে পারেননি। ডাবলসে এটাই প্রথম ট্রফি বোপান্নার। ২০১৭ সালে ফরাসি ওপেনে মিক্সড ডাবলস জেতেন তিনি।

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট, তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩১৬, ১২৬ রানে এগিয়ে ইংরেজরা