হাফ ম্যারাথনে (Half Marathon) দুর্ঘটনার জের! এবার ঘটনার তদন্ত শুরু করল কলকাতা পুলিশ (Kolkata Police)। গত রবিবার সকালে কলকাতা পুলিশের হাফ ম্যারথনে আচমকাই দুর্ঘটনা ঘটে। ফিনিশিং পয়েন্টের গেট ভেঙে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন কলকাতা পুলিশের এডিশনাল সিপি (ACP) ১ মুরলিধর শর্মা। ঘটনার জেরে ঘাড়ে ও মাথায় চোট লেগেছিল মুরলিধর শর্মার। যদিও পরে জানা যায়, চোট সে রকম গুরুতর ছিল না। কিন্তু এই ধরনের ঘটনা কী ভাবে ঘটল তা জানতে এবার তদন্ত শুরু কলকাতা পুলিশের। জানা অত্যন্ত জরুরি।
শনিবার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, বড় রকমের দুর্ঘটনা হতেই পারত। তাই এই ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন। গত রবিবার কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে তিনটি ক্যাটাগরি ছিল। ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার। তবে শেষে আচমকাই গেট ভেঙে পড়ায় কিছুটা তাল কাটলেও নির্বিঘ্নেই শেষ হয় ম্যারাথন। কিন্তু এদিন আহত হওয়ার পর মুরলিধর শর্মাকে নিউরো সায়েন্সে ভর্তি করা হয়। আহত হয়েছিলেন এক মহিলাও। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।