রঞ্জিট্রফিতে অসমের বিরুদ্ধে দুরন্ত ইনিংস মনোজ তিওয়াওি এবং অনুষ্টুপ মজুমদারের। প্রথম ইনিংসে এই দুই ব্যাটার করলেন শতরান। ১২৫ রান করেন অনুষ্টুপ। ১০০ রান করেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি। আর এই শতরানের সুবাদে ১৯ মাস পর প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান করলেন মনোজ।
শুক্রবার শুরুটা একেবারেই ভাল হয়নি বাংলার। পড়তে থাকে এক এক করে ব্যাট। তবে সেই সময়কে দলকে ভরসা দেন বাংলার এই দুই অভিজ্ঞ ব্যাটার। অধিনায়ক মনোজের বয়স ৩৮ বছর। তিনি জানিয়ে দিয়েছেন এ বারের রঞ্জি খেলেই অবসর নেবেন। অন্য দিকে, অনুষ্টুপের বয়স ৩৯ বছর। দুই অভিজ্ঞ ব্যাটার বাংলার চাপ কাটিয়ে চালকের আসনে বসিয়ে দেন দলকে। গত মরশুমে রঞ্জিতে শতরান পাননি মনোজ। তাঁর ব্যাট থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ শতরানটি এসেছিল ২০২২ সালের জুন মাসে। দীর্ঘ ১৯ মাস পর আবার শতরান করলেন মনোজ।
এদিকে এই কপি লেখা পর্যন্ত বাংলার রান সংখ্যা ৮ উইকেট হারিয়ে বাংলার রান সংখ্যা ৩৮৭। ক্রিজে রয়েছেন করণ লাল এবং অঙ্কিত মিশ্র।
আরও পড়ুন- অবশেষে মুখ খুললেন সানিয়া মির্জা, শোয়েবকে নিয়ে কী বললেন তিনি?