গত এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার কর্মী ছাঁটাই এর পথে হাঁটতে চলেছে সুইগির (Swiggy Downsizing)। প্রাথমিকভাবে ৪০০ জন কর্মীকে সংস্থা থেকে বাদ দেয়া হবে বলে একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে। যদিও সুইগি আনুষ্ঠানিকভাবে ছাঁটাইয়ের সর্বশেষ রাউন্ডের বিষয়টি নিশ্চিত করেনি।


আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সুইগি তার ওয়ার্কফোর্সের মধ্যে থেকে প্রায় ৪০০ জন কর্মীকে ছাঁটাই করার প্রস্তুতি নিয়েছে বলে খবর মিলেছে। কোম্পানির কৌশলগত পরিবর্তনের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। গত বছর জানুয়ারি মাসে এই সংস্থা ৩৮০ জন কর্মী ছাঁটাই করেছিল। এর ফলে পরিষেবায় যাতে কোন সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই ধাপে ধাপে এই পর্ব চলবে। যে কর্মীদের বাদ দেওয়া হবে তাঁদের বেতন দেওয়া হবে কিনা সম্পর্কিত কোন তথ্য মেলেনি। রিপোর্ট বলছে সুইগি সক্রিয়ভাবে খরচ অপ্টিমাইজ করার লক্ষ্যে কাজ করছে। বর্তমানে Swiggy তার মুদি সরবরাহ পরিষেবা, Swiggy Instamart-কে দ্রুত প্রসারিত করছে। প্রতিযোগীতামূলক বাজারে দক্ষতা বাড়াতে এবং আরও ভাল অবস্থানের জন্য কোম্পানির কিছু পলিসি পরিবর্তন করা হচ্ছে বলে সংস্থা তরফে জানানো হয়েছে।







































































































































