৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে ভারত (India)। দেশের প্রতিটি কোনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে শুরু সেলিব্রেশন। এবারের সাধারণতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজে মহিলা সেনার জয়জয়কার দেখা যাবে রাজধানীতে। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Eamnuel Macron)। ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী শহরকে। দিল্লির কর্তব্যপথে মোতায়েন ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী। আর এদিন সকালে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) থেকে শুরু করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন এক্স হ্যান্ডেলে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান তাঁরা।
নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা। পাশাপাশি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতিও। শুভেচ্ছা জানাতে ভোলেননি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও। ভারতকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্য অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নরেন্দ্র মোদির সঙ্গে তোলা একটি সেলফিও পোস্ট করেছেন তিনি।
Warm greetings on the joyous occasion of our 75th Republic Day.
Seventy-five years ago, the founding fathers of our Constitution envisioned a nation where justice, liberty, equality and fraternity would be the guiding principles of the world’s largest and the most inclusive…
— Vice-President of India (@VPIndia) January 26, 2024
देश के अपने समस्त परिवारजनों को गणतंत्र दिवस की बहुत-बहुत शुभकामनाएं। जय हिंद!
Best wishes on special occasion of the 75th Republic Day. Jai Hind!
— Narendra Modi (@narendramodi) January 26, 2024
My dear friend @NarendraModi,
Indian people,My warmest wishes on your Republic Day. Happy and proud to be with you.
Let’s celebrate! pic.twitter.com/e5kg1PEc0p
— Emmanuel Macron (@EmmanuelMacron) January 26, 2024
ইতিমধ্যে কর্তব্যপথে উপস্থিত হয়েছেন শয়ে শয়ে অতিথি। একাধিক জোনে ভাগ করা হয়েছে এই কর্তব্যপথকে। সাধারণ মানুষ, বিশেষ অতিথিদের জন্য আলাদা আলাদা বসার আয়োজন করা হয়েছে। ইন্টালিজেন্স এজেন্সি, দিল্লি পুলিশ এবং সমস্ত কেন্দ্রীয় সরকারি এজেন্সিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। এদিন প্রথা মেনে গ্যালান্ট্রি পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১১৩২ জনকে এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে ৭৫তম সাধারণতন্ত্র দিবসে।