দ্রুত গন্তব্যে পৌঁছতে ভারতীয় রেলের অন্যতম ভরসা রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। আর সেই ট্রেন কিনা ২৮ ঘণ্টা লেট! বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ দিল্লি থেকে শিয়ালদহ স্টেশনে (Delhi to Sealdah Station) ট্রেন পৌঁছানোর কথা ছিল। সেই ট্রেন আজ ঠিক দুপুর ২টোর সময় প্ল্যাটফর্মে প্রবেশ করল। দুর্ভোগে যাত্রীরা।
রাজধানী এক্সপ্রেসের সফর করতে গিয়ে যে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে সেটা বোধহয় স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেন নি। রেল সূত্রে খবর ঘন কুয়াশার কারণে উত্তর ভারতের রেল চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত। সেই কারণেই এত অস্বাভাবিক লেট করল দিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস। কুয়াশার কারণে নয়া দিল্লি থেকে প্রায় আট ঘন্টা দেরিতে ছাড়ে ট্রেন। যাত্রীরা বলছেন স্বাভাবিক গতির পরিবর্তে অত্যন্ত ধীরগতিতে বিভিন্ন জায়গায় থামতে থামতে এসেছে ট্রেন। রাজধানী এক্সপ্রেস দেরিতে চলায় যাত্রীদের খিচুড়ি, উপমার মতো খাবার দেওয়া হয়। তবে ট্রেন নির্ধারিত সময় থেকে অনেকটা দেরি করায় বহু মানুষ সমস্যার মধ্যে পড়েছেন বলেই জানা যাচ্ছে।