প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগেই ফের কলকাতায় (Kolkata) এক গৃহবধূর (Housewife) রহস্যমৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নিউ টাউনের (New Town) এক বিলাসবহুল আবাসন থেকে বৃহস্পতিবার রাতে আচমকা নীচে পড়ে যান তিনি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, গৃহবধূ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম কবিতা কৌর (৩৫)। তিনি নিউ টাউনের ইকোস্পেসের কাছে একটি বিলাসবহুল আবাসনে থাকতেন। বৃহস্পতিবার গভীর রাতে ওই আবাসনের ১০ তলা থেকে নীচে পড়ে যান তিনি।

এদিকে পরিবার সূত্রে খবর, মহিলা ১০ তলা থেকে ঝাঁপ দিয়েই আত্মঘাতী হয়েছেন। তবে প্রাথমিকভাবে পুলিশও ঘটনাটিকে আত্মহত্যা হিসাবে দেখলেও অন্য সম্ভাবনাগুলিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ওই মহিলার পরিবারে কিছু সমস্যা ছিল। পারিবারিক অশান্তি লেগেই থাকত। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে সে কথা জানতে পেরেছে পুলিশ। অশান্তির কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মৃতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

মহিলার দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।











































































































































