৭৫ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে চলতি বছরের পদ্ম পুরস্কার ঘোষণা করল কেন্দ্র সরকার। পদ্মশ্রীর (Padma Shri Award) তালিকায় বাংলা থেকে একাধিক শিল্পীর নাম থাকলেও পদ্মবিভূষণে বাংলা থেকে কাউকেই সম্মান জানালো না বিজেপি সরকার (BJP Government)। পদ্মভূষণ পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সংগীতশিল্পী উষা উত্থুপ (Usha Uthhup)। মরণোত্তর পুরস্কার পাচ্ছেন সত্যব্রত মুখোপাধ্যায়।
সামনে লোকসভা নির্বাচন, তাই এবছরের পদ্ম পুরস্কারেও ভোট রাজনীতির গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এবছর আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু গুণী মানুষকে পুরস্কার দিয়েছে কেন্দ্র সরকার। বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন গীতা রায় বর্মন, তকদিরা বেগম, নারায়ণ চক্রবর্তী, লোক সংগীতশিল্পী রতন কাহার, দুখু মাঝি, বিখ্যাত ভাস্কর সনাতন রুদ্র পাল, একলব্য শর্মা ও ছৌ মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর। কিন্তু পদ্মবিভূষণে কেন বাংলার কোনও শিল্পী স্থান পেলেন না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।