খালিস্তান ইস্যুতে গত কয়েক মাসে ভারত ও কানাডার সম্পর্কে টানাপোড়েন চরম আকার নিয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই এবার সাধারণতন্ত্র দিবসে ভারতকে শুভেচ্ছা জানালো কানাডা। শুক্রবারই ভারতে অবস্থিত কানাডার হাই কমিশন থেকে টুইট করে বিশেষ শুভেচ্ছা জানানো হয় দেশবাসীকে।
খলিস্তানি জঙ্গিনেতা হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের ভূমিকা রয়েছে বলে গুরুতর অভিযোগ আনেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার পর থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরেছে। তার মধ্যেই হিন্দি ভাষায় টুইট করা হয়েছে কানাডার হাই কমিশনের তরফ থেকে। সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানো ছাড়া অবশ্য আর কিছুই বলা হয়নি কানাডার তরফে। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একটা শব্দ খরচ করেনি ট্রুডোর প্রশাসন। তবে শুধু কানাডা নয়, মিত্র দেশগুলোর অধিকাংশই সাধারণতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ভারতকে। তার মধ্যে রয়েছে আমেরিকা, ইজরায়েল, অস্ট্রেলিয়া, রাশিয়া-সহ নানা দেশ। ভারতের সঙ্গে আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক আর দৃঢ় করার বার্তা দিয়েছে এই দেশগুলো।