ভারতের আমন্ত্রণে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে যোগ দিয়ে সম্মানিত হওয়ার অনুভূতি জানালেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ। ৭৫তম সাধারণতন্ত্র দিবসে ভারতীয় কুচকাওয়াজের অংশ হয় ফ্রান্সও। তাঁদের ৩৩ জনের মিউজিক ব্যান্ড প্যারেডে অংশ নেওয়ার ঘটনাকে ফ্রান্সের কাছে ‘অত্যন্ত সম্মানের’ বলে উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট।
ফরাসি রাষ্ট্রপতির ৪০ ঘণ্টার ভারত সফর ভারতীয় পডুয়াদের জন্য সুখবর এনেছে। রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন সেই সুখবর। ২০৩০ সালের মধ্যে ভারতের ৩০ হাজার পড়ুয়াকে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই উদ্যোগ অত্যন্ত উচ্চাকাঙ্খী হলেও তা সফল করার সবরকম চেষ্টা তাঁর দেশের পক্ষ থেকে থাকবে বলে তিনি জানান। ভারতীয় পড়ুয়াদের ফ্রান্সের ৩৫ শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান তিনি। ফ্রেঞ্চ না শিখেই ফ্রান্সে পড়াশোনার সুযোগ এভাবে খুলে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সামরিক ক্ষেত্র নিয়েও আলোচনা হয় ফরাসি রাষ্ট্রপতির। তবে তাঁর এবারের সফর পুরোপুরি উপভোগ করতে চান তিনি, এমনটাও জানিয়েছেন। শুক্রবার কর্তব্যপথে কুচকাওয়াজে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর সঙ্গে একই জুড়িগাড়িতে পৌঁছান তিনি। কুচকাওয়াজে ভারতের সেনাবাহিনী, ব্যান্ড ট্রুপের সঙ্গে এবছর দেখা যায় ফরাসি ঐতিহ্যশালি সেনাবাহিনীর ফ্রেঞ্চ ফরেন লিজিঅন ব্যান্ডও অংশ নেয়।
A great honor for France.
Thank you, India. pic.twitter.com/fXfp4hdCsb— Emmanuel Macron (@EmmanuelMacron) January 26, 2024
ভারতের দ্বিতীয় বৃহৎ সামরিক সরবরাহকারী দেশ ফ্রান্স। সৌজন্য রক্ষায় ‘বাস্তিল ডে’ প্যারেডে অংশ নেয় ভারতীয় বাহিনীর একটি ছো অংশ। সেই সম্মানকে স্মরণ রেখে সাধারণতন্ত্র দিবসে যোগ ফরাসি ব্যান্ড বাহিনীর। সেই সঙ্গে আকাশ পথে প্রদর্শন করে দুটি ফরাসি রাফাল যুদ্ধবিমানও। এই অংশগ্রহণের সুযোগের জন্য ভারতকে ধন্যবাদ জানান ম্যাক্রোঁ।