অনুষ্টুপের শতরান, রঞ্জিট্রফিতে অসমের বিরুদ্ধে দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২৪২

0
10

রঞ্জিট্রফিতে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন অনুষ্টুপ মজুমদার। আজ অসমের বিরুদ্ধে খেলতে নামে বাংলা দল। সেখানে ব্যাট হাতে শতরানের ইনিংস খেলেন অনুষ্টুপ। ১২০ রানে অপরাজিত তিনি। অনুষ্টুপকে যোগ্য সঙ্গত দিচ্ছেন অধিনায়ক মনোজ তিওয়াড়ি। ৬৮ রানে অপরাজিত তিনি। প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২৪২ ।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বোলিং নেয় অসম। প্রথমে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। শুরুতেই আউট হন বাংলার দুই ওপেনার সৌরভ পাল এবং শ্রেয়াংশ ঘোষ। সৌরভ পাল করেন ১২ রান। শ্রেয়াংশ ঘোষ করেন ১৩ রান। মহম্মদ কাইফ করেন মাত্র ২ রান। সুদীপ কুমার ঘরামিও ১০ রান করেন। ৫৭ রানে বাংলা হারায় চারটি উইকেট। এর পরেই অনুষ্টুপ ও মনোজের লড়াই শুরু হয়। বাংলার রানের সংখ্যাকে এগিয়ে নিয়ে যান তারা। অনুষ্টুপের ইনিংসে সাজানো ছিল ১৬টি বাউন্ডারি। মনোজ মেরেছেন ৭টি বাউন্ডারি। অসমের হয়ে দুটি উইকেট নেন মুক্তার হুশেন। একটি করে উইকেট নেন ঋয়ান পরাগ এবং ধরানি রাভা।

আরও পড়ুন-ম্যাচ গ.ড়াপেটা নিয়ে মুখ খুল খুললেন শোয়েব, কী বললেন পাকিস্তানি ক্রিকেটার?