তদন্তে সহযোগিতা, সিবিআই ডাকতেই নিজাম প্যালেসে হাজির দুই কাউন্সিলর

0
3

নিয়োগ মামলায় দুই তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও বাপ্পাদিত্য দাশগুপ্তকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দুজনের বাড়িতেই আগে তল্লাশি চালিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল দুই কাউন্সিলরকেই। সিবিআইয়ের তলব পাওয়া মাত্রই তদন্তে সহযোগিতার জন্য সেখানে পৌঁছে যান দেবরাজ। নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে ঢোকেন বাপ্পাদিত্যও।

বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যেই ডেকে পাঠানো হয়েছে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে একাধিক তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে তাঁদের হতে। কিছু নথি তাঁদের বাড়ি থেকেও পাওয়া গিয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে দুই তৃণমূল কাউন্সিলরকে আরও জিজ্ঞাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। সেই কারণে এদিন দুই কাউন্সিলরকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। তবে হাজিরার নোটিশ দেওয়ার জন্য ২৪ ঘন্টাও সময় দেওয়া হয়নি বলে অভিযোগ দেবরাজ চক্রবর্তীর।