গান্ধীজির প্রয়াণ দিবসে ‘চলো পাল্টাই’ ব়্যালি, পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

0
1

মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসকে নতুন আন্দোলনে পথে নামার দিক হিসাবে বেছে নিল মহিলা তৃণমূল নেতৃত্ব। ৩০ জানুয়ারি রাজ্যজুড়ে মিছিলের ডাক দিলেন মহিলা তৃণমূল রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের মোদি সরকার ক্রমাগত দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যে আক্রমণের পথ বেছে নিয়েছে। তারই প্রতিবাদে পথে নামবে তৃণমূলের মহিলারা।

গোটা দেশে বিজেপি সরকারের আমলে অপমানের শিকার মহিলারা। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বারবার কুরুচিকর শব্দ প্রয়োগ করে আক্রমণ করতে দেখা গিয়েছে বিজেপির রাজ্য তথা কেন্দ্রীয় নেতাদের। এর থেকেই বিজেপির মহিলাদের প্রতি অসম্মানজনক মানসিকতা প্রকাশ পায় বলে দাবি রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এরই প্রতিবাদে রাজ্যজুড়ে মিছিলের আয়োজন করা হবে যার নাম দেওয়া হয়েছে ‘চলো পাল্টাই’।

লোকসভা ভোটের আগে রাজ্যের সব শ্রেণির মানুষের মধ্যে বিজেপির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারে নামছে রাজ্যের শাসকদল। ইতিমধ্যেই ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে নিজে রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মহিলা ভোটারদের সংগঠিত করার কাজে মাঠে নামা শুরু করল মহিলা তৃণমূলও। বিজেপি আমলে মহিলাদের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনার লড়াইতেই মহিলা ভোটারদের মন জয় লক্ষ্য তৃণমূলের। তাই ৩০ জানুয়ারি শহিদ দিবসে কেন্দ্রের মহিলা বিরোধী সরকারকে বদলে ফেলার আহ্বান জানিয়ে প্রচারে নামছে মহিলা তৃণমূল।