দ্বাদশ শ্রেণির ফেয়ারওয়েলের দ্বায়িত্ব শিক্ষকদের হাতে ছিল। কোনও কারণে তাঁদের অনুষ্ঠান শুরু করতে দেরি হয়। অনুষ্ঠান দেরিতে শুরু হওয়ায় বিক্ষোভ দেখাতে থাকে মালদার রতুয়ার ভাদো বিএসবি হাইস্কুলের পড়ুয়ারা। স্কুলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পরিচালন সমিতির সভাপতি মুজিবুর রহমান। এরপরই পড়ুয়ারা বিক্ষোভ বড় আকার ধারণ করে। শিক্ষকদের তালা বন্ধ করে আটকে রাখা হয়।
স্কুল কর্তৃপক্ষ পুলিশ ডাকলে পরিস্থিতি আরও খারাপ হয়। পড়ুয়ারা পুলিশকে দেখে ইটবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। এরপর বিরাট পুলিশ বাহিনী স্কুলে ঢোকে। লাঠিধারী পুলিশ ও মহিলা পুলিশ কর্মীরা স্কুলে ঢুকে পড়ে। তাঁরাই শিক্ষক শিক্ষিকাদের নিরাপদে বের করে আনে বাইরে। মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।