জাতীয় ভোটার দিবসে সকলকে ভোটদানের আহ্বান মুখ্যমন্ত্রীর!

0
1

দেশ জুড়ে আজ জাতীয় ভোটার দিবস (National Voter’s Day) পালিত হচ্ছে। দিনটির গুরুত্বের কথা মাথায় রেখে সকলকে ভোটদানের আহ্বান জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আজ জাতীয় ভোটার দিবসে, আমি ভারতের সহ-নাগরিকদের কাছে তাঁদের নিজস্ব শক্তিতে উঠে দাঁড়াতে, দুর্বলতাকে প্রতিহত করতে আহ্বান জানাই। আমাদের বৈচিত্র্যময় জাতির আহ্বানে সাড়া দেওয়ার জন্য এবং সবকিছুর ঊর্ধ্বে মানবতাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করার আহ্বান জানাই। আমার ভাই ও বোনেরা, আপনার ভোট দেওয়ার ক্ষমতাই কিছু নির্বাচিত কয়েকজনকে ক্ষমতায় রাখে। প্রতিটি ভোট গণনা করা উচিত এবং প্রতিটি ভোট আমাদের মাতৃভূমির জন্য এবং ভারতের জন্য হওয়া উচিত।’

প্রত্যেক বছর ২৫ জানুয়ারি দেশ জুড়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়। নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত এবং চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৫৮ লক্ষ ৩৭ হাজার ৭৭৮ জন।