আইসিসির বিরাট খেতাব জয় কোহলির

0
1

ফের একবার আইসিসির বর্ষসেরা একদিনের খেলোয়াড় হলেন বিরাট কোহলি। এর ফলে চতুর্থবার এই সম্মান জিতলেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে কোহলি চার বার এই সম্মান পেলেন। ছাপিয়ে গেলেন এবি ডিভিলিয়ার্সকে।সব মিলিয়ে সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স।

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট। কোহলি ১১টি ইনিংসের মধ্যে অন্তত ৯টি কমপক্ষে অর্ধশতরান করেছেন। মোট ৭৬৫ রান করেছেন বিশ্বকাপে। প্রতিযোগিতার ইতিহাসে এত বেশি রান আগে কেউ করেননি। ২০০৩ সালে গড়া সচিন তেন্ডুলকরের নজিরকেও ছাপিয়ে যান তিনি। ৯৫.৬২ গড় এবং ৯০.৩১ স্ট্রাইক রেটে রান করেছেন কোহলি। তিনটি শতরান রয়েছে তাঁর। ২০২৩ সালে কোহলি ৩৬টি আন্তর্জাতিক ইনিংসে ২০৪৮ রান করেন।

এই সম্মানে সেরার লড়াইয়ে কোহলি হারান তাঁর সতীর্থ শুভমান গিল ও মহম্মদ শামিকেও। দৌড়ে ছিলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলও। কিন্তু কোহলি সবাইকে পিছনে ফেলে স্মমান ছিনিয়ে নেন।

আরও পড়ুন- প্রকাশিত আইএসএলের দ্বিতীয় লেগের সূচি, ডার্বি ৩ ফেব্রুয়ারি এবং ১০ মার্চ