লোকসভা নির্বাচনের আগে বিজেপির আরও এক হিন্দু তাস। জ্ঞানবাপীতে বর্তমান কাঠামোর আগে একটি বড় মন্দিরের অস্তিত্বের সন্ধান মিলেছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই-এর রিপোর্টে, এমনটাই দাবি করলেন হিন্দু পক্ষের আইনজীবী। এই ঘটনায় আরও একবার রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা।
ডিসেম্বরের এএসআই মুখবন্ধ খামে বারাণসী জেলা আদালতে পেশ করে। হিন্দু পক্ষ আদালতে আবেদন জানায় যেন সেই রিপোর্ট মামলাকারী ও বিপক্ষ – উভয়কেই দেওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে দুপক্ষকে এএসআই-এর রিপোর্ট দুই পক্ষকে দেওয়ার রায় দেয় আদালত।
বৃহস্পতিবার হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন সাংবাদিক সম্মেলন করে দাবি করেন এএসআই-এর রিপোর্টে বর্তমান কাঠামোর তৈরি হওয়ার আগে সেখানে হিন্দু মন্দিরের অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে, এমনটাই বলা আছে। বৈজ্ঞানিক সমীক্ষায় স্থাপত্য, খোদাই করা পাথর দেখে সে রকম প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি এএসআই-এর।
লোকসভা নির্বাচনের আগে রামমন্দির উদ্বোধন করে রাজনৈতিক প্রচারের এক ধাপ আগেই সেরেছে মোদি সরকার। ডিসেম্বরে এএসআই রিপোর্ট পেশ করলেও উপযুক্ত মঞ্চ প্রস্তুত না করে তা প্রকাশ্যে আনা হচ্ছিল না। তবে জ্ঞানবাপী নিয়ে নতুন করে বিতর্ক লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশ তথা গোটা দেশে রাজনৈতিক, ধর্মীয় অস্থিরতা আনতে পারে বলে আশঙ্কা এক শ্রেণির রাজনীতিকদের।