২৮ থেকে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, জানালেন রুটম্যাপ

0
1

২৮ জানুয়ারি থেকে উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee)। বৃহস্পতিবার, ধনধান্য স্টেডিয়াম থেকে নিজেই জানালেন রুটম্যাপ। উত্তরবঙ্গ সফরের কথা আগেই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সফরসূচি জানিয়ে দেন। বলেন, মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ায়, বিধি মেনেই সভা করবেন তিনি।

একনজরে মুখ্যমন্ত্রীর সফরসূচি
২৮ জানুয়ারি- হাসিমারা, সেখান থেকে কোচবিহার
২৯ জানুয়ারি- কোচবিহারে কর্মসূচি, সেখান থেকে উত্তরকন্যায় ফিরবেন। সেখানে জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের পাট্টা বিলি।
৩০ জানুয়ারি- রায়গঞ্জ, সেখান থেকে বালুরঘাট।
৩১ জানুয়ারি- মালদহ, এরপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর
১-২ ফেব্রুয়ারি পর্যন্ত টানা কর্মসূচি

যেহেতু ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা চালু হচ্ছে, তার তিনদিন আগে থেকে খোলা জায়গায় মাইক ব্যবহার করা যায় না। সেই কারণে, তাঁরা ইনডোরে করব, বক্স লাগিয়ে কর্মসূচি করবেন বলে জানান মমতা (Mamata Banerjee)। একই সঙ্গে সভার সময়ও সেইভাবেই করা হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, ফাজিল পরীক্ষার্থীদের শুভনন্দন জানান মুখ্যমন্ত্রী।