বিমানে বোমা রয়েছে! প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দিল্লির দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি ফোন। যদিও সেই ফোন পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে দিল্লি পুলিশ। যদিও এই হুমকি ফোনের পরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তদন্ত চালানো হয়। সেই তদন্তে জানা গিয়েছে যে পুরোপুরি ভুয়ো ফোন এসেছিল। স্পাইসজেটের এসজি ৮৪৯৬ দ্বারভাঙা-দিল্লি বিমানে কোনও বোমা ছিল না। তবে ওই উড়ো ফোন আসার পরেই আতঙ্ক তৈরি হয়েছিল।
তবে এই প্রথমবার নয় যে কোনও বিমানবন্দর কর্তৃপক্ষ বা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের কল এসেছে। ট্রেন এবং ফ্লাইটে বোমা সম্পর্কে মিথ্যা কল প্রায়ই পাওয়া যায়, তবে যাত্রীদের নিরাপত্তার জন্য নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করতে হয়।
আরও পড়ুন-হাঁসের অস্বাভাবিক মৃ.ত্যু! অ.ভিযোগ থানায়, কলকাতার ল্যাবে হবে ময়নাতদন্ত