দেশের ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে পুলিশ, দমকল, হোমগার্ড এবং নাগরিক সুরক্ষা ও পরিষেবার জন্য ১১৩২ জন কর্মীকে সাহসিকতার পুরস্কার স্বরূপ সেবা পদক প্রদান করা হবে। আগামিকাল দিল্লির কর্তব্যপথে এই সম্মাননা জ্ঞাপন করা হবে বলে খবর।
সরকার সম্প্রতি বিভিন্ন পুরস্কারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে নানা পদক্ষেপ করেছে। ১৬টি শৌর্য পদককে (পুলিশ, দমকল, হোমগার্ড ও নাগরিক প্রতিরক্ষা পুরস্কার) চারটি পদকের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। তালিকায় রয়েছে –
১. শৌর্যের জন্য রাষ্ট্রপতি পদক
২. শৌর্য পদক
৩. বিশেষ পরিষেবার জন্য রাষ্ট্রপতি পদক
৪. প্রশংসনীয় পরিষেবার জন্য পদক
যে ১১৩২ জনকে পুরস্কৃত করা হবে তাঁদের মধ্যে সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পদক পাচ্ছেন ২ জন ও সাহসিকতা পদক ২৭৫ জন। জীবন ও সম্পত্তি রক্ষা বা অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধী গ্রেফতার সহ বিভিন্ন কাজে উল্লেখযোগ্য ভূমিকার জন্য এই পদক প্রদান করা হয়। আবার এই ২৭৭টি পদকের মধ্যে ১১৯টি পদক বামপন্থী সন্ত্রাসবাদ প্রভাবিত এলাকার কর্মীরা পাচ্ছেন। এছাড়া জম্মু-কাশ্মীরের ১৩৩ জন ও অন্যান্য অঞ্চলের ২৫ জন কর্মী এই পুরস্কার পাবেন। বিশেষ পরিষেবার জন্য রাষ্ট্রপতি পদক প্রদান করা হয়। এবার ১০২ জন এই পদক পেয়ে যাচ্ছেন। যার মধ্যে ৯৪ জন পুলিশ, ৪ জন দমকলকর্মী এবং ৪ জন নাগরিক সুরক্ষা ও হোমগার্ড হিসেবে সম্মানিত হবেন।