একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা! বুধেও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

0
2

নতুন করে ফের জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। আর সেকারণেই মুখ ফিরিয়েছে শীত (Winter)। বুধবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)। এদিন একলাফে ৪.৫ ডিগ্রি বাড়ল কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার ১১.৮ ডিগ্রি ছিল তাপমাত্রা। বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩ ডিগ্রিতে। এদিকে, বুধবারও বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ১২ জেলায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, উত্তর ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া পুরুলিয়ায়। হাওয়া অফিসের তরফে জানানো হয়, মঙ্গলবারই ছিল চলতি মরসুমের শীতলতম দিন। এদিন শহর কলকাতায় পারদ নেমেছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে।

তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বাংলায়। সে কারণেই মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মেদিনীপুরে বেশ খানিকটা বৃষ্টি হতে পারে।