স্ত্রীকে বেআইনিভাবে চাকরি দিয়ে কাঠগড়ায় এসএসসি কর্তা

0
1

নিয়োগ দুর্নীতির একাধিক মামলার তদন্ত চালাচ্ছে ইডি–সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই জেলে। শিক্ষা দফতরের বেশকিছু কর্তাব্যক্তি ইতিমধ্যে জেলে গিয়েছেন।নিজের স্ত্রীকেই আগেভাগে স্কুলের চাকরি পাইয়ে দিয়েছেন এসএসসি’‌র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান তথা স্বামী শেখ সিরাজউদ্দিন। স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ উঠেছে। আর তাই অবিলম্বে তাঁকে বহিষ্কার করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে সশরীরে আসতে নির্দেশ দিয়েছে আদালত।
এই মামলার শুনানিতে অনেকে হাসাহাসি করেন। নিজের স্ত্রীকে এত ভয়। তার জন্য দুর্নীতিও। যদিও এসব কথায় কর্ণপাত করেননি বিচারপতি। তবে রাজ্য সরকারের উদ্দেশে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ‘‌স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করুন। তাঁকে অবিলম্বে হেফাজতে নিন। মারাত্মক অভিযোগ আছে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিজের স্ত্রীকে চাকরি দিয়েছেন। দ্রুত পদক্ষেপ করুন।’‌ এসএসসি’‌র প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকেও হাজিরার নির্দেশ দেন বিচারপতি। মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলে নিয়োগ দুর্নীতির ঘটনায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।