বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, অভিযুক্তের হয়ে রাজ্যের এজির সওয়াল নিয়ে প্রশ্ন

0
1

শিক্ষক নিয়োগ মামলায় ফের বিপাকে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। অভিযুক্তের হয়ে কেন রাজ্যের এজি সওয়াল করছেন তা নিয়ে এদিন প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। আগেই এই নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। এবার তীর্থঙ্কর ঘোষ বলেন, রাজ্যের অনুমতি এবং মুখ্যসচিবের অনুমতি ছাড়া এটা করা যাবে না। সেক্ষেত্রে তিনি এজিকে বলেন, “আপনি জেলের দায়িত্বে আছেন। এজি হিসেবে রেমিশনের দায়িত্বে আছেন। আমার নিজের কোনও আপত্তি নেই। আমি আদালতের কনসার্ন বুঝি।” আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার পরিবর্তী শুনানি রয়েছে।

২০২২ সালে জুলাই মাসে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় ১৩ মাস পর গত সেপ্টেম্বর মাসেও জামিনের জন্য আর্জি করেছিলেন তিনি। যদিও, এই ইডি এই জামিনের আবেদনের বিরোধিতা করে। গত বছরের পুজো জেলে কাটাতে হয় পার্থকে। গত বছর ৬ সেপ্টেম্বর সেই মামলারই শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। মামলা পিছিয়ে যায়। এরপর ৯ অক্টোবর মামলার শুনানি হয়। সেই শুনানিতে ফের পিছিয়ে দেওয়া হয় জামিনের আবেদনের মামলা। এরপরও আজও জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়।