বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাঁকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। লোকসভা নির্বাচন যখন আসন্ন ঠিক সেই সময়েই কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্পুরী ঠাকুর দেশের পিছিয়ে পড়া শ্রেণীকে সমর্থন করার জন্য পরিচিত ছিলেন।১৯৭০ সালে বিহারের মুখ্যমন্ত্রী হন তিনি।
বুধবার কর্পুরী ঠাকুরের ১০০ তম জন্মবার্ষিকীর আগেই ঘোষণা করা হয় যে তাকে মরণোত্তর ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে। উল্লেখ্য জনতা দল ইউনাইটেড (জেডিইউ) কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার দাবি আগেই জানিয়েছিল। এই ঘোষণার পর মোদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেডিইউ। কর্পুরী ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর বলেন, ৩৬ বছরের তপস্যার ফল আমরা পেয়েছি। আমি আমার পরিবার এবং বিহারের ১৫ কোটি মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই।
আরও পড়ুন- বইমেলায় বামেদের থেকে “ইনসাফ যাত্রার ডায়েরি” উপহার পেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়