জাডেজাকে ভয় পাচ্ছে ইংল্যান্ড, ভারতের টার্নিং পিচ নিয়ে চিন্তায় ব্রিটিশ ক্রিকেটাররা!

0
3

আক্রমণাত্মক টি-টোয়েন্টি ফরম্যাটে (T 20 format) টেস্ট ক্রিকেট খেলে ইংল্যান্ড ক্রিকেট দল শিরোনামে উঠে এসেছে। সেই ব্রিটিশ বাহিনী এবার ভারতের টার্নিং পিচকে রীতিমতো ভয় পাচ্ছে। আপাতত প্রথম দু-ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। আর এই স্কোয়াডে চারজন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব। সকলের জন্য পরিকল্পনা হয়ে গেলেও জাডেজাকে নিয়ে অস্বস্তিতে স্টোকসরা। কিন্তু কেন? টেস্ট সিরিজে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে রবীন্দ্র জাডেজা?

 

ঘরের মাঠে ভারত র‌্যাঙ্ক টার্নারে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ইংল্যান্ডের ব্যাটাররা অন্যান্য স্পিনারদের থেকেও বেশ কিছু কারণের জন্য জাডেজাকে এগিয়ে রেখেছেন। প্রথমত ছোট রানআপ নেওয়ার কারণে তিনি খুব তাড়াতাড়ি ওভার শেষ করতে পারেন। দ্বিতীয়ত, ধারাবাহিকভাবে উইকেটে সোজা বল রাখার ক্ষমতা রয়েছে এই স্পিনারের। তৃতীয় ব্যাপারটা হল জাডেজার বোলিং এর গতি। কখনও ৮৫-৯০কিমি/ঘণ্টায় ডেলিভারি আবার কখনও সেটা ছাপিয়ে যায় ১০৫-এর বেশি! জাডেজার ভয়ঙ্কর অস্ত্র আর্ম বল। বিশেষ অনুশীলন শুরু করলেও ভারতের এই শক্তির মোকাবেলা কী করে করবেন স্টোকসরা তা বুঝতে এখনও হিমশিম খেতে হচ্ছে ইংল্যান্ডের কোচকে।