কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) ব়্যাগিংয়ের ঘটনায় কড়া পদক্ষেপ কর্তৃপক্ষে। তদন্তে আগেই ২ ছাত্রকে দোষী সাব্যস্ত করা হয়। বুধবার, সাজা ঘোষণা করা হল। দোষী দুই অর্থোপেডিক PGT-কে ২ মাসের জন্য ডিমার অর্থাৎ অ্যাকাডেমিক সাসপেন্ড করা হল।
এদিন, কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) প্রিন্সিপাল তথা অ্যান্টি-ব়্যাগিং কমিটির চেয়ারম্যান ইন্দ্রনীল বিশ্বাসের (Indranil Biswas) উপস্থিতিতে বৈঠক হয়। সেখানেই র্যা গিং-এ দোষী দুই পড়ুয়াকে অ্যাকাডেমিক ক্লাস থেকে দুমাসের জন্য ডিমার করা হয়। তাঁরা আগামী দুমাস এমএস (অর্থো) ডিপার্টমেন্টে কোনও ক্লাস করতে পারবেন না। তবে, অন্যান্য বিভাগে তাঁরা পরিষেবা দেবেন। তাঁদের কাউন্সেলিং করা হবে ও কার্যকলাপ নজরে রাখা হবে। দুমাস পরে ফের পরিস্থিতির পর্যালোচনা করা হবে। চিকিৎসকরা প্রকাশ্যে কিছু না জানালেও, পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।