বাংলার ছেলে শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা অরিজিত বন্দ্যোপাধ্যায় (Arijit Bandyopadhyay) পেলেন রাষ্ট্রীয় বাল পুরস্কার। পাখোয়াজ শিল্পী অরিজিতকে আর্ট অ্যান্ড কালচার বিভাগে পুরস্কৃত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু (Daripada Murmu)। তার পখোয়াজ মোহিত করেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে (Rishi Shunak)। জি২০ সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পাখোয়াজ বাজিয়েছিল অরিজিত। প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি পরাক্রম দিবস উপলক্ষ্যে বিভিন্ন বিভাগে কীর্তিমান ছেলেমেয়েদের হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। এবারে এই পুরস্কার পেলেন বাংলার এই ক্ষুদে শিল্পী।
শিলিগুড়ি বয়েজ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অরিজিত। তার বাবা সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের কাছেই পাখোয়াজ বাজানো শিখেছে অরিজিত। এর আগে বাংলাদেশের জাতীয় জাদুঘর এবং রাজশাহি বিশ্ববিদ্যালয়েও পাখোয়াজ বাজিয়ে দর্শকদের মোহিত করেছিল অরিজিত। ভারতরত্ন শুভলক্ষ্মী ফেলোশিপ এবং এশিয়া বুক অফ রেকর্ডসের সম্মান আগেই যুক্ত হয়েছে অরিজিতের মুকুটে। এবার পেল রাষ্ট্রীয় বাল পুরস্কারের সম্মানও।
আরও পড়ুন- বইমেলায় বামেদের থেকে “ইনসাফ যাত্রার ডায়েরি” উপহার পেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়