বিচারপতি ভূষণ আর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চের পর্যবেক্ষণ, যে পুলিশ কেবল তাদের ক্ষমতার অপব্যবহারই করেননি, ১৯৯৭ সালে ডি কে বসু মামলায় সুপ্রিম কোর্টের রায়েরও লঙ্ঘন করেছেন, যেখানে হেফাজতে নির্যাতনের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছিল এবং গ্রেপ্তার ও আটকের সময় পুলিশি আচরণের বিষয়ে বিস্তৃত নির্দেশিকা জারি করা হয়েছিল।
আরও পড়ুন- রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক রাজ্যের, রিপোর্ট দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে
তিনি বলেন, ‘জনগণকে খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে পেটানোর এক্তিয়ার কি আইনে আছে? ভিডিও করেছেন? এটা কী ধরনের নৃশংসতা এবং আপনি এর ভিডিও পর্যন্ত তুলেছেন, আদালত অবমাননার মামলায় তাদের দোষী সাব্যস্ত হওয়া এবং শাস্তির বিরুদ্ধে পুলিশকর্মীদের দায়ের করা আপিল গ্রহণ করার সময় বিচারপতিদের বেঞ্চ মন্তব্য করে।