রাজ্য স্বাস্থ্য দফতরের কোনও রকম ঢিলেঢালা মনোভাব রাজ্যের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ও ভাবমূর্তির ওপর বিরাট প্রভাব ফেলতে পারে। তাই এবার প্রতিটি খুঁটিনাটি নিয়ে কড়া স্বাস্থ্য দফতর। OPD খোলার নিয়ম নিয়ে জারি হল কড়া নির্দেশিকা। সময় মতো পরিষেবা দেওয়া নিয়ে সব সরকারি হাসপাতালের জন্য জারি হল এই নির্দেশিকা। সেই সঙ্গে হিসাব রাখা হবে চিকিৎসকদের উপস্থিতি ও অনুপস্থিতিরও।
নির্দেশিকায় বলা হয়েছে সকাল ৯টার মধ্যে সরকারি হাসপাতালের আউটডোর (OPD) বাধ্যতামূলক ভাবে খুলতে হবে। নির্দেশ যথাযথ ভাবে পালন করা হচ্ছে কি না, সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে এসএমএসের (SMS) মাধ্যমে স্বাস্থ্য ভবনে সেকথা জানাতে হবে। আউটডোরে চিকিৎসকদের উপস্থিতি ও অনুপস্থিতি সংক্রান্ত তালিকাও ওই সময়েই এসএমএসের মাধ্যমে স্বাস্থ্যভবনকে জানাতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবনে এই রিপোর্ট পাঠানোর জন্য একজন নোডাল অফিসার (nodal officer) নিয়োগ করতে বলা হয়েছে। তিনি প্রতিদিন হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ রিপোর্টও স্বাস্থ্য ভবনে পাঠাবেন।
প্রতিটি হাসপাতাল সুপারের পাশাপাশি এই নির্দেশিকা গিয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) এবং প্রতিটি জেলার জেলাশাসকদের (DM) কাছেও। নির্দেশিকা পালনে কড়া অবস্থান নেওয়া হবে স্বাস্থ্য দফতরের তরফে, একথাও জানানো হয়েছে। এর আগে সরকারি হাসপাতালে সময় মতো চিকিৎসা না পাওয়ার অভিযোগে জেরবার স্বাস্থ্য দফতর। নিয়মিত আউটডোর খোলা হয় না বলে অভিযোগ। কিছু জায়গায় আউটডোর চালু থাকলেও চিকিৎসক আসেন দেরি করে এই অভিযোগও তোলা হয়। এবার আউটডোরের ‘রোগ’ সারাতে নতুন দাওয়াই স্বাস্থ্য দফতরের।