দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতে নিয়ম বদল রাজ্য সরকারের। স্বাস্থ্য দফতরের তরফে বেসরকারি হাসপাতালে (private hospital) স্বাস্থ্যসাথী প্রকল্পে সুবিধার বিষয়টি আরও স্বচ্ছ করতে নতুন উদ্যোগ নেওয়া হল। এর ফলে হাসপাতালেও যেমন স্বচ্ছতা বজায় থাকবে তেমনই রোগীর সুস্থতার দিকটিও নিশ্চিত করার প্রয়াস রাজ্য স্বাস্থ্য দফতরের।
রাজ্য সরকারের তরফে বেসরকারি হাসপাতালের জরুরি পরিষেবার (emergency services) নিয়মে মূলত এই বদল আনা হয়। যে কোনও দুর্ঘটনায় অর্থপেডিক (orthopedic) চিকিৎসার ক্ষেত্রে দুর্ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সেই বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হবে রোগীকে। রোগীর চিকিৎসা করাতে হবে সরকারি পোর্টালে (government portal) নথিভুক্ত কোনও অর্থপেডিক ডাক্তারকে দিয়েই। তবেই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন রোগী।
সেই সঙ্গে দুর্ঘটনার উপযুক্ত প্রমাণ রাখতে হবে। সেক্ষেত্রে সরকারি নথিকেই গ্রহণযোগ্য ধরা হবে। গত মাসে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সাধারণ মানুষের অসুবিধা সংক্রান্ত বৈঠকের সময় সাধারণ মানুষের সমস্যার পাশাপাশি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও বক্তব্য শোনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দুর্ঘটনায় আহত জরুরি বিভাগের রোগীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা পাওয়া নিয়ে দুপক্ষের বিষয়গুলি পর্যালোচনা করা হয় সরকারের তরফে। তারপরেই প্রকল্পের নিয়মে এই বদল আনা হয়।