দক্ষিণ ২৪ পরগণার পর এবার পূর্ব বর্ধমান জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই পূর্ব বর্ধমান পৌঁছাবেন তিনি। সেখানে সরকারি পরিষেবা প্রদান (facility distribution) অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনও করবেন তিনি। তার আগে মঙ্গলবার প্রস্তুতি খতিয়ে দেখল জেলা প্রশাসন।
ইতিমধ্যেই পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর সফর অনেকদিন অপেক্ষা করে রয়েছে। জেলার নবনির্মিত প্রশাসনিক ভবনটি মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি হাসপাতাল, সেতু থেকে গুরুত্বপূর্ণ জেলা সংযোগকারী রাস্তা উদ্বোধনের কথা রয়েছে বুধবার। একইভাবে মেডিক্যাল কলেজ, স্কুল ও রাস্তা সংক্রান্ত অনেক প্রকল্পের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর। মোট ৫৪৬টি প্রকল্পের শিলান্যাস (foundation stone laying) ও ৪৮৯টি প্রকল্পের উদ্বোধনের অপেক্ষায় বুধবার। এই প্রকল্পগুলি রূপায়ণে রাজ্য সরকারের মোট ১১৯১ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সেই সঙ্গে ওই সভা থেকে মুখ্যমন্ত্রী পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মোট ৩ লক্ষ ২৬ হাজার ২৮১জন উপভোক্তার হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়ার সূচনাও করবেন।
বুধবার মুখ্য়মন্ত্রীর সভা হবে গোদার মাঠে। জাতীয় সড়কের পাশে এই মাঠেই এর আগেও নেমেছে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেই মাঠেই মঙ্গলবার পরিদর্শনে যান জেলাশাসক পূর্ণেন্দু মাজি। হেলিপ্যাড(helipad) হেলিকপ্টারের ট্রায়াল (trial) হওয়ার পাশাপাশি দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হয়।