জওয়ানদের ফিরিয়ে নিয়ে যেতে এসে মিজোরামে দুর্ঘটনার কবলে মায়ানমারের বিমান

0
3

মিজোরামে ভয়াবহ দুর্ঘটনার কবলে টাটমাদাও বা মায়ানমার সেনার একটি বিমান। দুর্ঘটনার সময় বিমানটিতে ছিলেন ১৪ জন যাত্রী। তাঁদের মধ্যে আহত হয়েছেন ৮ জন। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। মিজোরামের এই বিমানন্দরের রানওয়েটি টেবিল টপ প্রকৃতির। যেখানে বিমান অবতরণ বেশ চ্যালেঞ্জিং। সেখানেই অবতরণের সময়ে দুটুকরো হয়ে যায় বিমানটি।

গণতন্ত্রের দাবিতে গৃহযুদ্ধে উত্তাল মায়ানমার। মায়ানমারের উত্তর-পশ্চিমে সাগাইং প্রদেশে সরকারি বাহিনী ও পিডিএফের মধ্যে এই সংঘর্ষ বহুদিনের। পালটা ফৌজের নিপীড়নে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার গণতন্ত্রকামী। সেনাশাসন শেষ করতে তীব্র যুদ্ধ চালাচ্ছে বিদ্রোহী বাহিনী। প্রাণ বাঁচাতে মায়ানমারের বহু সেনা ভারতে পালিয়ে আসছেন। এই প্রেক্ষাপটে মিজোরামে আশ্রয় নেওয়া জওয়ানদের ফেরাতে এসেছিল বিমানটি। মঙ্গলবার দুপুরে মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের সময়ে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। অবশ্য স্বস্তির বিষয় এটাই যে দুর্ঘটনার জেরে প্রাণহানীর কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

অসম রাইফেলের বিবৃতি অনুযায়ী, মায়ানমারের ২৭৬ জন সেনা ভারতে আশ্রয় নিয়েছে। এর মধ্যে ১৮৪ জনকে সোমবার ফেরত পাঠায় অসম রাইফেলস। বাকিদের এয়ার লিফট করতেই এদিন মিজোরামে এসেছিল টাটমাদাওয়ের বিমানটি।