প্রত্যাঘাত? ক্ষেপণাস্ত্র হামলার শিকার হল ইরাকের আইন আল-আসাদের মার্কিন বিমানঘাঁটি। সোমবার ভোরে সেখানে একাধিক রকেট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে বলে পশ্চিম এশিয়া এবং ইউরোপের সংবাদমাধ্যমগুলি জানায়। যদিও পেন্টাগনের সেন্ট্রাল কমান্ড এখনও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।
এর পাশাপাশি সোমবার বিকেল পর্যন্ত কোনও রাষ্ট্র বা সশস্ত্র গোষ্ঠী আল-আসাদ বিমানঘাঁটিতে হামলার দায় স্বীকার করেনি। তবে কূটনৈতিক মহলের অনুমান, এই হামলার নেপথ্যে ইরান ফৌজ এবং তাদের মদতপুষ্ট গোষ্ঠীগুলির ভূমিকা থাকার প্রভূত সম্ভাবনা। শনিবার গভীর রাতে সিরিয়ার রাজধানী দামাস্কাসের অদূরে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের কয়েক জন সেনা কমান্ডার নিহত হন। তারই ‘জবাবে’ এই হামলা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- আগামিকাল ভারতের সামনে সিরিয়া, ম্যাচ নিয়ে কী বললেন স্টিম্যাচ?