আগামিকাল সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই ম্যাচে নামার আগে রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। কুয়াদ্রাত জানান, ডার্বি ম্যাচে মোহনবাগান দলের ২ থেকে ৩ জন ফুটবলারের লাল কার্ড দেখা উচিত ছিল যেখানে তাঁর দল সেমিফাইনালের আগে খারাপ রেফারিং এর কারণে সমস্যায় পড়েছে। বিশেষত বোরহার মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে না পাওয়ার কারণে স্বাভাবিকভাবেই চিন্তিত কুয়াদ্রাত।
বুধবার সুপার কাপের সেমিফাইনালে খেলতে নামবে ইস্টবেঙ্গল। তার আগের দিন সংবাদমাধ্যমে রেফারি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে কুয়াদ্রত বলেন, “আগের ম্যাচে মোহনবাগানের অন্তত তিন জন ফুটবলারের লাল কার্ড দেখার কথা। কিন্তু আমাদের ফুটবলারকে কড়া ট্যাকেল করার পরেও কোনও হলুদ কার্ড দেখানো হয়নি। এই ধরনের রেফারিং খুবই খারাপ।”
এদিকে সুপার কাপ সেমিফাইনালে ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চান ইস্টবেঙ্গল হেড কোচ। প্রতিপক্ষ জামশেদপুরকে সমীহ করে তিনি জানিয়েছেন সেমিফাইনাল ম্যাচ কঠিন হতে চলেছে। জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল অনেক অভিজ্ঞ এবং ভারতীয় ফুটবলের অন্যতম সফল একজন কোচ।
আরও পড়ুন- ঘোষণা আইসিসি ২০২৩ একদিনের বর্ষসেরা দল, দলে অধিনায়ক রোহিত, আর কান ভারতীয় আছেন সেই দলে?