নেতাজি জন্মজয়ন্তীতে (Netaji Subhash Chandra Bose Birth Anniversary) মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটতে চলেছে। আজ কলকাতা মেট্রোর (Kolkata Metro) দক্ষিণেশ্বর – কবি সুভাষ লাইনের পরিষেবা অন্যান্য দিনের তুলনায় কম চলবে। স্বাভাবিক দিনে কলকাতা মেট্রোর এই নর্থ-সাউথ করিডরে আপ – ডাউন মিলিয়ে ২৮৮টি মেট্রো চালানো হয়। কিন্তু আজ সারাদিনই ২৩৪ টি মেট্রো চলাচল করবে এই রুটে। তাই স্বাভাবিকভাবেই আজ যাঁদের কর্মক্ষেত্রে বা অন্যান্য জায়গায় যেতে হবে সেক্ষেত্রে কিছুটা হলেও ভোগান্তির আশঙ্কা থাকছে।
ব্যস্ত দিন হোক বা ছুটির সকাল কলকাতার লাইফ লাইন হল মেট্রোরেল। প্রতিদিন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া সকলেরই প্রিয় পাতাল রেল আজ সম্পূর্ণ পরিষেবা দেবে না।যদিও প্রথম মেট্রো ও শেষ মেট্রোর ক্ষেত্রে সময়ের কোনও বদল আনা হচ্ছে না। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে। শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটেই ছেড়েছে। শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ৯টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৭টায় এবং শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটে। তবে যেহেতু ৪৪ টি মেট্রো চলবে না, তাই খুব স্বাভাবিকভাবেই দুটি ট্রেনের মধ্যবর্তী সময়ের মধ্যে অনেকটা গ্যাপ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।