নেতাজির সাম্য ও ঐক্যের ভাবনা তুলে ধরে জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অভিষেকের

0
1

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তীতে তাঁর সাম্য ও ঐক্যের ভাবনাকে তুলে ধরে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতাজির উজ্জ্বল ভারতের ভাবনাকে সফল করার জন্য প্রত্যেক নাগরিককে নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান।

২২ জানুয়ারি নরেন্দ্র মোদির নেতৃত্বে রামমন্দির উদ্বোধনকে ঘিরে যে ধর্মীয় উন্মাদনার পরিবেশ তৈরি হয়েছিল তার প্রতিবাদে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেওয়া হয় একমাত্র বাংলাতেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব ধর্মের মানুষ সেই মিছিলে পা মেলান। সেই প্রতিবাদ মঞ্চ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন – কেউ বলবে হিন্দু বিপদগ্রস্থ, কেউ বলবে মুসলমান বিপদগ্রস্থ। ধর্মের চশমা খুলে দেখুন গোটা ভারত বিপদগ্রস্থ। মূলত এক কথায় তিনি বুঝিয়ে দেন ধর্মের ভেদাভেদ আর উন্মাদনায় দেশের মূল সমস্যাগুলিই ঢাকা পড়ে গিয়েছে, যা দেশের বিরাট বিপদ ডেকে আনছে।

নেতাজি জন্মজয়ন্তীর আগে দেশের একতা ও উন্নয়নের যে সুর তিনি বেঁধে দিয়েছিলেন সেই সুরেই ২৩ জানুয়ারি বার্তা দিলেন তৃণমূল সাংসদ। জন্মজয়ন্তীতে তিনি সেই উদ্দাম শক্তির সামনে মাথা নত করছেন যিনি স্বাধীনতা, সাম্য ও ঐক্যের মূল্যকে তুলে ধরতে সবথেকে বেশি আকৃষ্ট করেন। তারপরেই প্রত্যেককে নেতাজির উজ্জ্বল ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নিজের নিজের ক্ষমতা মতো এগিয়ে আসার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।