রামের অনুগামীই নন মোদি: মন্দির উদ্বোধনের ঝাঁঝালো আক্রমণ সুব্রহ্মণ্যম স্বামীর

0
1

রাম মন্দিরকে হাতিয়ার করে ভোট বৈতরণী পারের চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার অযোধ্যাতে তাঁর হাত দিইয়ে উদ্বোধন হয়েছে রামমন্দিরের। এমন দিনেই মোদীকে ঝাঝালো আক্রমণ শানালেন বিজেপিরই নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। কড়া সুরে জানালেন ‘মোদি তো রামের অনুগামীই নন। উনি কোনওদিনই ভগবান রামকে অনুসরণ করেননি। রাম রাজ্যও গড়ে তোলেননি। গত এক দশকে নিজের স্ত্রীর প্রতি কী ব্যবহার করেছেন, দেখেছেন সকলে। মোদি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে গাজোয়ারি দেখাচ্ছেন।’ বিজেপি নেতার এহেন আক্রমণে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির।

যদিও স্বামীর এই মোদি বিরোধিতা কার্যত নতুন কোনও ঘটনা নয়। তিনি এর আগেও একাধিকবার সরব হয়েছেন মোদির বিরুদ্ধে। কিন্তু তিনি যে আজকের দিনে মোদিকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে নিশানা বানাবেন সেটা সম্ভবত কেউই ভাবেননি। এদিন স্বামী শুধু মোদিকে নিশানা বানিয়েই ক্ষান্ত হননি। তিনি এদিন অর্ধনির্মীত মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। এতদিন দেশের শঙ্করাচার্যরা যে প্রশ্ন তুলে এসেছেন এদিন সেটাই শোনা গিয়েছে স্বামীর মুখে। রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে দীর্দিন ধরে যুক্ত থাকা স্বামী প্রশ্ন তুলেছেন, কোন শাস্ত্রে বলা আছে যে অর্ধনির্মীত মন্দিরে গায়ের জোরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করতে হবে! কার্যত এই প্রশ্ন তুলেই এদিন রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েও অযোধ্যামুখী হননি দেশের একটা বড় অংশের সাধু সন্ন্যাসীরা। সেই নিয়ে অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবিরও। স্বামী কার্যত সেই অস্বস্তিকে আরও একটু খুঁচিয়ে দিলেন এদিন।