সামনেই লোকসভা ভোট। দিল্লি থেকে মোদি সরকারকে হটাতে জোট বেঁধেছে বিরোধীরা। সেই জোট নাম হয়েছে I.N.D.I.A., যেটা দিয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি প্রাপ্য সম্মান পান না। সোমবার, পার্কসার্কাসের সভা থেকে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সভানেত্রী। সিপিএমের পাশাপাশি নাম না করে কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি।
তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, “জোটের বৈঠক হয় সিপিএম নেতাদের কথায়৷ যে সিপিএমের বিরুদ্ধে ৩৪ বছর ধরে ল়ড়াই করলাম, তাদের কোনও পরামর্শ আমি শুনব না৷ ইন্ডিয়া জোটের নাম দিলাম আমিই৷ আর আমাকেই এখন বৈঠকে গিয়ে প্রচুর অসম্মানিত হতে হয়৷“
এরপরেই নাম করে আসন রফা নিয়ে কংগ্রেসকে নিশানা করেন মমতা (Mamata Banerjee)। বলেন, কংগ্রেসকে ৩০০টি আসনে লড়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি৷ বাকি আসনগুলিতে আঞ্চলিক দলগুলি নিজেদের শক্তিতে লড়ুক। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি হাত শিবির- অভিযোগ তৃণমূল সুপ্রিমোর৷ তাঁর কথায়, “আমরা বলেছিলাম আঞ্চলিক দলগুলি নিজেদের রাজ্যে লড়ুক৷ তোমরা গোটা দেশে তিনশো আসনে একা লড়ো৷ আমরা সাহায্য করব৷ ওরা সেই প্রস্তাব মানেনি, বলে আমাদের যা বলব মানতে হবে।“ এর পরেই তৃণমূল সুপ্রিমোর বার্তা, “শুধু একটা কথাই বলব, বিজেপিকে সাহায্য করো না৷“
মমতা বলেন, বাংলায় ভোটে জিততে না পেরে বিজেপি বাংলার প্রাপ্য আটকে রেখেছে। বিজেপি এতো ধর্মের জিগির তোলে কিন্তু বাংলায় দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, তারাপীঠ থেকে কঙ্কালিততলা কোনও ধর্মীস্থানের উন্নয়নে কিছুই করেনি তারা। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আমলেওই এই জায়গাগুলির উন্নয়ন করেছেন।