রামমন্দিরকে সামনে রেখে লোকসভা নির্বাচনের আগে ধর্মীয় ভাগাভাগির চেষ্টা করছে বিজেপি। অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের কিছুক্ষণ পরেই এই বিষয়ে সতর্ক করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাজরা পার্ক থেকে পার্কসার্কাস পর্যন্ত সংহতি যাত্রার শেষে জনসভা থেকে নাম না করে বিজেপি তথা মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, ভোটের আগে ধর্মের নামে উস্কানি দেওয়া হচ্ছে। বাংলাকেই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

মোদি সরকারের নাম না করে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, ভোটের নামে দেশ বিক্রি করতে চাইছে একদল লোক। ভোটের সময় ধর্মে ধর্মে সুড়সুড়ি দিচ্ছে তারা। বিজেপিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, হিন্দু ভোটের ভাগাভাগি করার চেষ্টা করে তারা। এখন কিছু লোককে টাকা দিয়ে কিনেছে মুসলমান ভোট ভাগ করার জন্য। বাংলার মানুষকেই সব ধর্মকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। 
বিজেপির পাশাপাশি আগের বাম সরকারকেও এদিন তুমুল আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাবরি মসজিদ ধ্বংসের পর রাজ্যে অনেক প্রাণহানি হয়েছিল। কিন্তু সেই সময় রাজ্য সরকার কোনও ব্যবস্থা নেয়নি। তিনি নিজে গিয়েছিলেন জ্যোতি বসুর কাছে কোনও সহযোগিতা প্রয়োজন কি না জানতে। তৃণমূল নেত্রী তাঁর দলের কর্মীদের নিয়ে সেই সময় রাস্তায় নামেন।

ধর্ম নিয়ে রাজনীতি বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, কেউ রামের পুজো করেন আবার কেউ রহিমের। তাতে কোনও আপত্তি নেই। কিন্তু কেউ যদি সেটা নিয়ে রাজনীতি করে তাহলে তাঁর আপত্তি আছে। ভোটের আগে একদল দেশ বিক্রির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।






































































































































