‘‘আমি রামের বিরুদ্ধ নই। রাম-সীতাকে শ্রদ্ধা করি। কিন্তু তোমরা সীতার নাম করো না কেন! তোমরা কি নারীবিরোধী?‘‘ অযোধ্যায় সীতাবিহীন রামের মূর্তি প্রতিষ্ঠার পরেই মোক্ষম প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সংহতি মিছিলর পরে পার্কসার্কাসের জনসভা মমতা প্রশ্ন তোলেন, সীতার নাম করো না কেন? তোমরা কি নারী বিরোধী?
এদিন, সব ধর্মের মানুষকে নিয়ে সংহতি মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাজরা পার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত সব ধর্মীয় স্থানে শ্রদ্ধা জানান তৃণমূল (TMC) সুপ্রিমো। এরপরেই বলতে উঠে মমতা বলেন, ‘‘আমি রামকে মানি। আমি রামের বিরুদ্ধে নই। রাম-সীতাকে শ্রদ্ধা করি। কিন্তু তোমরা সীতার নাম করো না কেন! তোমরা কি নারীবিরোধী?‘‘ রামমন্দিরে যে মূর্তি স্থাপন হয়েছে, সেখানে রাম-হনুমানের মূর্তি থাকলেও সীতার মূর্তি নেই। সেই প্রসঙ্গ টেনে মমতা বললেন, ‘‘সীতা না থাকলে রাম হয় না। আর কৌশল্যা দেবী না থাকলে, মা না থাকলে রামের জন্ম হয় না। মায়েরাই জন্ম দেয়। ১৪ বছর বনবাসে সীতাই রামের সঙ্গে ছিলেন। আবার তাঁকে নিজেকে প্রমাণ করতে অগ্নিপরীক্ষাও দিতে হয়েছিল। আমরা জানি। আমরা তাই নারীশক্তি দুর্গার পুজো করি। রামও সেই দুর্গার পুজো করেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে।’’
বাংলার সংস্কৃতিতে নারীর স্থান বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য নারী ক্ষমতায়নের বিষয়ে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড – সবই করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর প্রকল্প দেখে নকল করছে অন্যান্য রাজ্য। কেন্দ্রের সমীক্ষা অনুযায়ী, দেশের মধ্যে নারী সুরক্ষায় সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। আর ডবল ইঞ্জিনের সরকার উত্তরপ্রদেশ, রাজস্থান বা গুজরাটে প্রতিনিয়ত আসে নারী নির্যাতনের খবর। এবার রামমন্দিরকেই হাতিয়ার করে বিজেপির চোখে মহিলাদের স্থান নিয়ে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী।