বিলকিস মামলায় (Bilkis Bano) দোষী সাব্যস্ত ১১ জনকেই ফিরতে হল জেলে (Jail)। গত ৮ জানুয়ারিই সুপ্রিম কোর্ট (Supreme Court of India) জানিয়েছিল, বিলকিস বানো গণধর্ষণ মামলায় সব দোষীদের জেলে ফিরতে হবে। শীর্ষ আদালত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল, যা রবিবার ২১ জানুয়ারি শেষ হয়েছে। সেই মতোই রবিবার রাতে গুজরাতের পঞ্চমহল জেলার গোধরা সাব জেলে আত্মসমর্পণ (Surrender) করল দোষী সাব্যস্ত ১১ জন।
স্থানীয় ইনসপেক্টর এন এল দেশাই একথা নিশ্চিত করেছেন। যদিও সপ্তাহ দুয়েক আগে শীর্ষ আদালতের নির্দেশিকা জারির পর দোষীরা অসুস্থতাজনিত নানা কারণ দেখিয়ে আত্মসমর্পণের দিন পিছনোর আবেদন করেছিল। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। ২০২২ সালে স্বাধীনতা দিবসে সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই ১১ জনকে মুক্তি দেওয়া হয়েছিল। গুজরাত সরকারের সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও কম হয়নি।