সিরিয়ার বিরুদ্ধেও নামার আগে সর্তক টিম ইন্ডিয়া

0
2

এএফসি এশিয়ান কাপে গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার ভারতের প্রতিপক্ষ সিরিয়া। শক্তিশালী অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের কাছে হারের পর স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। গ্রুপের সেরা চার তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে থেকে নক আউটে যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা থাকলেও সেই আশা দেখছেন না সমর্থকরা। কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে গিয়েছিল ভারতীয় দল। শেষ ম্যাচের আগে সুনীল ছেত্রী, লালিয়ানজুয়ালা ছাংতেদের উজ্জীবিত করেন রাষ্ট্রদূত। সুনীলদের প্রথম দু’টি ম্যাচে মাঠে ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত বিপুল। সিরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচেও মাঠে যাবেন ভারতকে সমর্থন করতে।

ভারতীয় ফুটবলারদের সই করা জার্সি রাষ্ট্রদূতকে উপহার দেন সুনীলরা। ’৫০ ও ’৬০-এর দশকের ভারতীয় কিংবদন্তিদের জীবনী প্রকাশিত হয় অনুষ্ঠানে। এদিকে সিরিয়ার বিরুদ্ধে নামার আগে সর্তক টিম ইন্ডিয়ার অধিনায়ক সুনীল ছেত্রী। এই নিয়ে সুনীল বলেন, ‘‘আমরা প্রথম দুই ম্যাচে ভাল ফল করতে পারিনি। তবু আমি চাই, সিরিয়া ম্যাচেও সবাই স্টেডিয়ামে থেকে আমাদের সমর্থন করুন। তাহলেই আমরা ভাল লড়াই করে জয়ের কাছাকাছি পৌঁছতে পারব।’’ সিরিয়া ম্যাচে খেলতে পারেন সাহাল আব্দুল সামাদ। ফিট হয়ে পুরোদমে অনুশীলন শুরু করেছেন তরুণ অ্যাটাকিং মিডিও।

আরও পড়ুন- সানিয়া-শোয়েবের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলল মির্জা পরিবার, কী বললেন তাঁরা?