জেলে যেতে না যেতেই একের পর এক ‘আবদার’! শঙ্করকে সামলাতে হিমশিম অবস্থা

0
3

ইডি হেফাজতের (ED Custody) মেয়াদ শেষে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) যেতে না যেতেই একাধিক আবদার। আর যা সামাল দিতে রীতিমতো মাথা খারাপ হওয়ার অবস্থা রেশন বন্টন মামলায় ধৃত শঙ্কর আঢ্যের (Shankar Adhya)। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত প্রেসিডেন্সি জেলই ঠিকানা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের। শনিবার আদালতের নির্দেশে জেলে যেতে না যেতেই জেল কর্তৃপক্ষর কাছে ফিরিস্তির লম্বা লিস্ট শোনালেন শঙ্কর। সেই তালিকায় যেমন ভালো ভালো খাবার আছে ঠিক তেমনই মল ত্যাগের জন্য জেল কর্তৃপক্ষর কাছে কমোড চেয়েছেন তিনি। যদিও তাঁর কোনও আবদারই নাকি কানেই তোলেনি জেল কর্তৃপক্ষ।

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, তেইশ-চুয়াল্লিশ সেল ব্লকে রাখা হয়েছে শঙ্করকে। সেখানে আসার পর থেকেই চাহিদার শেষ নেই তাঁর। জেলের রুটি নাকি একেবারেই খেতে ভালো লাগছে না শঙ্করের। আর সেকারণেই বাড়িতে বানানো রুটি, তরকারি খাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি চেয়েছেন মাছ-মাংসও। তবে এখানেই শেষ নয়, শঙ্করের তালিকায় রয়েছে কমোডও। কিন্তু জেল সূত্রে খবর, সব আবদারেই কার্যত মুখের উপর না বলে দেওয়া হচ্ছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। তবে যেহেতু শঙ্কর হাইপ্রোফাইল বন্দি, সেকারণে বাড়তি নজরদারি রয়েছে শঙ্করের সেলে। বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরাও।